Abstract তারা
তুমি ডোপামিন শিক্ত হৃদয় হতে
নিজেকে কিভাবে বাঁচাবে?
প্রেমিকার চোখে রেখে চোখ
বলো কবে নিজেকে সাজাবে?
অতীতের ক্লান্তি নিয়ে আর কতদূর এগোবে
পেছনে পড়ে থাকে সময়ের ঝরা পালক,
অবসর মনের অশান্তিতে বসে থাকে
পরিচিত অতিপ্রাকৃত আলোয় এক বালক।
শুধু হাসিমুখ বিষাদের কিনারে ধরা পড়ে,
পেনে কালি ওঠে জমা বোরোলিনের ঠোঁটে
দাড়ি কমা ভোলে নতুন সুরের খোঁজে
একসেস ডিনায়েড, মঙ্গল আকাশের তারা।
- #TitoSumit
Comments
Post a Comment